পদ্মা ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাঝে সমঝোতা চুক্তি
ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা খাতে অবদান

শিক্ষা খাতে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি অবদান রাখার জন্য এবার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনির্ভাসিটির মূলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পদ্মা ব্যাংকের এসইভিপি, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআরডি হেড এম আহসান উল্লাহ খান এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় পদ্মা ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তারা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ এমবিএ এবং ইএমবিএ প্রোগ্রাম সম্পন্ন করার জন্য শর্তহীনভাবে পঞ্চাশ শতাংশ টিউশন ফি সুবিধা পাবেন এবং পদ্মা ব্যাংক লিমিটেডের সকল করপোরেট কর্মকর্তাদের পরিবারের সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ সকল বিষয়ে ৫০ শতাংশ বিশেষ ছাড়ে পড়াশোনা করার সুবিধা পাবেন।