২০২১-২০২২ শিক্ষাবর্ষের বাংলাদেশী ছাত্ররা বিগত বছরগুলোর সকল রেকর্ড ভেঙে গৌরবময় ইতিহাস তৈরী করেছে। এবং বাংলাদেশের সাফল্যের খাতায় প্রাপ্তির লিস্টে নতুন সংযোজন এনেছে।
গত ২৪/৭/২০২২ আযহারের সকল সোশাল মিডিয়াতে সানবি (HSC) ও এ’দাদি (SSC) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। HSC পরিক্ষায় বিভিন্ন দেশের মোট ৬০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্য হতে “সেরা দশ” শিক্ষার্থীর “৯ জনই” বাংলাদেশী ছাত্র।
অন্যদিকে SSC পরীক্ষায় বিভিন্ন দেশের মোট ৯২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্য হতে “সেরা দশ” শিক্ষার্থীর “৬ জনই” বাংলাদেশী ছাত্র।
আরো খুশির বিষয় হচ্ছে সেরা ১০ শিক্ষার্থীদের পরে যাদের সিরিয়াল রয়েছে সেই ছাত্রগুলোও বাংলাদেশের সন্তান।
নিজেদের ওয়েবসাইটে সদ্য ঘোষিত ফলাফল প্রকাশের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীর সাফল্যের ধারাবাহিকতা কামনা করে শুভ কামনা জানিয়েছে আল আজহার। প্রতিষ্ঠানটি মনে করে, এসব শিক্ষার্থীই যার যার দেশে ফিরে আল আজহারের প্রতিনিধিত্ব করবে।
সেইসাথে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিসর, তাদের সাফল্যে সর্বপ্রথম মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে ও দেশ, জাতি, ধর্মের সেবায় তাদের সফলতা কামনা করছে।
আল আযহারের সানুভি / HSC পরিক্ষার্থীদের থেকে আমাদের সেরা ৯ জনের নাম ঠিকানা ও ছবি সহঃ
উল্লেখ্য, মেধা তালিকায় ৭ম হয়েছেন আইভরি কোস্টের বামিয়া ফাতিমা। তাঁর গড় : ৮৭.৯১।
আল আযহারের ই’দাদি / SSC পরিক্ষার্থীদের থেকে আমাদের সেরা ৬ জনের নাম ঠিকানা ও ছবি সহঃ
উল্লেখ্য, বাকিদের মধ্যে যথাক্রমে- ২য় যুক্তরাষ্ট্রের জাহরা ইউসুফ মোহাম্মদ, তাঁর গড় : ৮৯.৩২। ৩য় গিনির সু মোহাম্মদ বুরি, গড় : ৮৭.৭৩। ৯ম ইন্দোনেশিয়ার জাহরা নাদিয়াহ সাইফ, তাঁর গড় : ৮২.৯৫। ১০ম সেনেগালের লিমিআ জুয়ুফ, তাঁর গড় : ৮২.২৮।