Site icon World 24 News Network

মুমতায পেয়ে আব্দুর রহিমের আযহারি ডিগ্রী লাভ

আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলার অশেষ দয়ায় গতকাল ১৪ নভেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন,মিশর’ এর সম্মানিত সদস্য ও আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ‘কুল্লিয়াতুশ শারিয়াহ ওয়াল কানুন’-এর মেধাবী শিক্ষার্থী জনাব আব্দুর রহিম বিন মুহাম্মদ ইদ্রিসের এমফিল থিসিস ডিসকাশন সম্পন্ন হয়েছে।

তার থিসিসের বিষয়বস্তু ছিল:
«المسائل التي رجع عنها الإمام أبو يوسف – دراسة فقهية»
অর্থাৎ: ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ যেসকল মাস‌আলা থেকে স্বীয় পূর্ব অভিমত প্রত্যাহার করেছেন সেগুলোর ফিকহি অধ্যয়ন।

অনুষদের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত উক্ত থিসিস ডিসকাশনে প্রধান সুপারভাইজার ছিলেন প্রফেসর ডক্টর মুহাম্মাদ মুহাম্মাদ আবু সাইয়িদ আহমাদ। সহকারী সুপারভাইজার ছিলেন ডক্টর আহমাদ কাইয়াতি মুহাম্মাদ সালকামি। এছাড়াও প্রফেসর ডক্টর মাহমুদ আব্দুল জাওয়াদ অভ্যন্তরীণ মুনাকিশ ও প্রফেসর ডক্টর মুহাম্মাদ হিলমি আত-তাওয়াবি বহিরাগত মুনাকিশ হিসেবে উপস্থিত ছিলেন। বিচারক প্যানেলের ঐক্যমতে মেধাবী গবেষক জনাব আবদুর রহিমকে মুমতাজ (এক্সিলেন্ট) ফলাফলের সাথে উত্তীর্ণ ঘোষণা করা হয়।

এ অসাধারণ সাফল্যে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর-এর ‘কার্যকরী পরিষদ ২০২৩-২৪’ এর পক্ষ থেকে সম্মানিত গবেষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ জানানো হয়। দেশ, জাতি ও ইত্তিহাদের গৌরব-সম্মান বৃদ্ধি করায় ইত্তেহাদ তার কৃতজ্ঞতা আদায় করে। পাশাপাশি তার বরকতময় জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।

বি. দ্র. উক্ত সেমিনারে ইত্তিহাদ কমিটি থেকে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি জনাব শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার ও অর্থ সম্পাদক আনাস বিন মামুন। এছাড়াও ইত্তিহাদের সকল অঙ্গসংগঠনের দায়িত্বশীলবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version