ডিআর কঙ্গো- তে বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্টের বিশেষ মিশন
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)-তে বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্টের বিশেষ মিশন পরিচালনা
বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট গত ১৮ বছর ধরে ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। গত ২৯ জুলাই ২০২১ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট, ব্যানএয়ার-১৮ অস্ত্রসহ আত্মসমর্পণকারী ১১ জন মিলিশিয়ার একটি দলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে উদ্ধারে একটি বিশেষ মিশন পরিচালনা করে। উল্লেখ্য, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে ADF (Allied Democratic Force) সক্রিয় থেকে বিভিন্ন রকম সহিংস কার্যক্রম পরিচালনা করছে। এ বছর এই মিলিশিয়া গোষ্ঠীর হাতে ইতালির রাষ্ট্রদূত, ০১ জন মালাওয়ির, ০১ জন দক্ষিণ আফ্রিকার এবং ০১ জন ইন্দোনেশিয়ার শান্তিরক্ষী নিহত হয়।
গত ২৯ জুলাই ২০২১ তারিখে ১১ জন প্রাক্তন ADF মিলিশিয়া Tchabi তে দক্ষিণ আফ্রিকার শান্তিরক্ষীদের নিকট আত্মসমর্পণ করে। Tchabi এলাকাটি ADF মিলিশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় তাদের দ্রুত Bunia তে নিয়ে আসা জরুরি হয়ে পড়ে। এমতাবস্থায়, বাংলাদেশ বিমান বাহিনীর Military Air Liaison Officer কর্তৃক DDR (Disarmament, Demobilization and Rehabilitation) Team ও Northern Sector Headquarters এর সাথে সমন্বয় সাধন করে উদ্ধার Mission এর পরিকল্পনা করা হয়। Tchabi অঞ্চলের Air Threat Assessment অত্যন্ত High হওয়ায় Mi-17 হেলিকপ্টার পাঠানোর পূর্বে উক্ত এলাকার নিরাপত্তা ঝুঁকিকে সাময়িকভাবে স্তিমিত করার প্রয়োজন হয়ে পড়ে। এক্ষেত্রে, Ukraine Aviation Unit এর সাথে সমন্বয় সাধন করে Armed Mi-8 Helicopter এর দ্বারা উক্ত এলাকার Air Threat সাময়িকভাবে স্তিমিত করা হয়। কন্টিনজেন্ট কমান্ডার, ব্যানএয়ার-১৮ এর নির্দেশ মোতাবেক বিকাল ১৬০০ ঘটিকায় প্রথমে ১টি Mi-17 Helicopter এর মাধ্যমে DDR Team এর সদস্য ও এস্কর্টদের Tchabi তে পাঠানো হয়। পরবর্তীতে, ২টি Mi-17 Helicopter বিকাল ১৭৩০ ঘটিকায় Tchabi তে পৌঁছায় এবং ৩৫ মিনিট সেখানে ঝুঁকির সাথে অবস্থান করে। পুরো সময়টিতে, Ukraine Aviation Unit এর Armed Mi-8 Helicopter উক্ত এলাকার উপর Armed Escort প্রদান করে। সন্ধ্যা ১৮০৫ ঘটিকায় DDR কার্যক্রম সমাপ্তের পর ০২টি Mi-17 Helicopter বুনিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং ১১ জন প্রাক্তন ADF মিলিশিয়াসহ বুনিয়াতে সন্ধ্যা ১৮৪০ ঘটিকায় অবতরণ করে। পরবর্তীতে, ১১ জন প্রাক্তন ADF মিলিশিয়াদের DDR Team Leader Mr Jacinto এর হাতে সমর্পণ করা হয়।
উল্লেখ্য, গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, বিইউপি, পিএসসি এর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট, ব্যানএয়ার-১৮, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে।