বঙ্গবন্ধুর মৃত্যুতে আওয়ামী লীগ নেতারা কাঁদেনি, আমি কেঁদেছি

জাফরুল্লাহ বললেন

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে। আমার ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব বিষয় অবশ্যই জানেন। কারণ তিনি প্রতিদিন ৮টি সংস্থার রিপোর্ট পড়ে থাকেন।

আজ সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, নিজেকে আমার অপরাধী মনে হয়। লজ্জা পাই। কারণ এ দেশের জন্য আমারও অবদান আছে। আমরা গুম-খুনের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত পদ ছেড়ে দিয়ে ওনার বোন রেহানাকে এনে আরো লোকজন দিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করা। এ কথা ভুলে গেলে চলবে না তার পিতার মৃত্যুতে আওয়ামী লীগের লোকজন কাঁদে নাই, যতটা না আমি কেঁদেছি।

১৫ আগস্টঃ ইতিহাসের অন্ধকারতম অধ্যায়

গুম-খুনের তথ্য উদঘাটনের জন্য প্রধান বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিটি করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button