গাড়ি বাড়ির মালিক হলে রিটার্নে তথ্য জানাতে হবে
১ সেপ্টেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-ফাইলিং চালু করতে যাচ্ছে। নতুন এ পদ্ধতি চালু হওয়ায় আয়কর রিটার্নে মিথ্য তথ্য দেওয়ার সুযোগ কমে যাবে। কেউ গাড়ি বা বাড়ির মালিক হলে তার তথ্য আয়কর রিটার্নে উল্লেখ না করলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনলাইন তথ্য ভাণ্ডার থেকে তা এনবিআর কর্মকর্তাদের যাচাইয়ের সুযোগ থাকবে।
এর আগে এনবিআরের তদন্তে দেখা যায়, অনেকে নামিদামি একাধিক গাড়ির মালিক হলেও তা আয়কর রিটার্নে উল্লেখ করেনি। এভাবে বছরের পর বছর করফাঁকি দিলেও তা তথ্য-প্রমাণের অভাবে চিহিত করা সম্ভব হয়নি।
আবার অনেকে নিজের নামে গাড়ি বা বাড়ির নিবন্ধন না নিয়ে স্ত্রী বা স্বামী বা সন্তানদের নামে নিবন্ধন নিয়ে করফাঁকি দিয়েছে। চলতি করবর্ষে পরিবারের সদস্যদের সম্পদের বিবরণীও আয়কর রিটার্নে উল্লেখ করতে হবে। অনলাইনে দেওয়া আয়কর রিটার্ন ফরমে এসব বিষয় বিশেষ ঘরে উল্লেখ করতে হবে।