বাবুনগরী (রাহ.)এর সংক্ষিপ্ত জীবনী

নাম- হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহ.)
পিতা- হযরত আল্লামা আবুল হাসান (রাহ.)
জন্ম- ১৩৭৩ হিজরী সন মোতাবেক ১৯৫৩ খ্রীস্টাব্দ।
সন্তানাদি: তিনি ৫ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তানের জনক।
 
পড়াশোনা- প্রাথমিক শিক্ষা আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায়। এরপর তিনি মাধ্যমিক স্তর থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায়। তারপর পাকিস্তানের দারুল উলূম আল্লামা বিন্নুরি টাউন মাদ্রাসায় ভর্তি হয়ে ইলমে হাদীসের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশে প্রত্যাবর্তন করেন।
 
পড়াশোনা শেষ করার পর তিনি প্রথমে চট্টগ্রাম ফটিকছড়ির আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় মুহাদ্দিস পদে যোগদান করেন।
এরপর ২০০৫ইং সালে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় মুহাদ্দিস পদে যোগদান করেন।
 
২০১৭ সালে তিনি এই প্রতিষ্ঠানের শায়খুল হাদীস পদে পদোন্নতি পান। অত:পর ২০২০ ইং সালের সেপ্টেম্বরে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রাহ.)এর ইন্তিকালের পর দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব পদে নিয়োগপ্রাপ্ত হন।
 
অপরদিকে ২০১৩ সালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিবের দায়িত্বে মনোনীত হন। পরবর্তীতে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রাহ.)এর ইন্তিকালের পর ২০২০ সালের নভেম্বরের ১৫ তারিখ হেফাজত আমীর পদে মনোনীত হন।
 
আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার সাকলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টায় ৬৮ বছর বয়সে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button