Site icon World 24 News Network

ঢাকায় এসেছে ইইউর নির্বাচন বিশেষজ্ঞ দল

ইউরোপীয় ইউনিয়নের লোগো। ছবিঃ সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল। আজ বুধবার ভোরে প্রতিনিধিদলটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিশেষজ্ঞ দলে চারজন সদস্য আছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইইউর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সদস্যরা হলেন- নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচন বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস ও সুইবেস শার্লট এবং আইনি বিশেষজ্ঞ রেবেকা কক্স।

তাঁরা আগামী দুই মাস বাংলাদেশে অবস্থান করে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করবেন।

জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী রবিবার থেকে তাদের আনুষ্ঠানিক মিশন শুরু করবে। সেদিনই তারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে।

ইইউ ২০১৮ সালের মতো এবারের নির্বাচনেও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না।

Exit mobile version