বাংলাদেশি ছাত্রদের কায়রো আন্তর্জাতিক বইমেলায় শিক্ষা সফর-২০২৫
দারুল আজহার বাংলাদেশের আয়োজনে মিশরে বাংলাদেশি ছাত্রদের নিয়ে কায়রো বইমেলায় অংশগ্রহন
বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে ৫৬তম কায়রো আন্তর্জাতিক বইমেলায় শিক্ষা সফরের আয়োজন করেছে মিশরস্থ বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শায়েখ হাবিবুল বাশার আজহারী গত ২৫ ডিসেম্বর আল-আজহারে অধ্যয়নরত সকল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রি শিক্ষা সফরের ঘোষণা দেন। তার এই উদ্যোগে সাড়া দিয়ে ১৫০ জনের বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ফরম পূরণ করেন এবং সফরের জন্য নিবন্ধিত হন।
আজকের এই শিক্ষা সফরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক, স্নাতকোত্তর ও এমফিলের কৃতি শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
বিশেষ অতিথিবৃন্দ: শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শায়েখ হাসিবুর রহমান আজহারী, শায়েখ শুয়াইব মোহাম্মদ আল-আজহারী, শায়েখ ঈসা আহমাদ ইসহাক আজহারী, শায়েখ ফখরুল ইসলাম আজহারী, শায়েখ আব্দুল কাইয়ূম আজহারী এবং বিশিষ্ট প্রবাসী সাংবাদিক আফসার হোসাইন।
এছাড়াও, আজহারী ছাত্রদের কল্যাণে কাজ করা সংগঠন “ইত্তেহাদ”-এর বিশিষ্ট ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দারুল আজহার বাংলাদেশ-এর চেয়ারম্যান শায়েখ হাবিবুল বাশার আজহারী এক সাক্ষাৎকারে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন:
“মিশরে ‘দারুল আজহার বাংলাদেশ’ বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সর্বত্র মুগ্ধতা ছড়াচ্ছে। আমরা শিক্ষার্থীদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে, গতানুগতিক ব্যবস্থার বাইরে এসে উন্নত মানের শিক্ষার সুযোগ তৈরি করছি। ইতোমধ্যে আমাদের মাধ্যমে কুরআন, হাদিস, আরবী ভাষা, ইসলামী ফিকহ, আরবি হাতের লেখা, ইংরেজি ভাষা শিক্ষা সহ ডজনখানেক গুরুত্বপূর্ণ কোর্স পরিচালিত হচ্ছে।”
তিনি আরও বলেন: “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি উদ্যমী ও সক্রিয় করে তুলতে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের সফর ও ভ্রমণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, কীভাবে ইলম অর্জন করতে হয়— সে বিষয়ে গুরুত্ব দিয়ে সবাইকে এক ও অভিন্ন থেকে জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে হবে।”
এছাড়াও, মিশরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
“আপনারা সবাই দারুল আজহার বাংলাদেশের পাশে থাকুন, প্রয়োজনীয় পরামর্শ ও ভালোবাসার মাধ্যমে আমাদের সহযোগিতা করুন।”