আলাপচারিতা

সুস্থতা আল্লাহ তায়ালার বড়ো নেয়ামত।

বিশেষ দ্রষ্টব্য
  • ★★ দুটি মেসেজ ★ সুস্থ থাকতে চাইলে শারীরিক পরিশ্রম করতে হবে ★ জান্নাতে যেতে চাইলে ফরজ বিধান পর্দা মানতে হবে

ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে লিফটে উঠলাম। সেখানে কেবল আমাদের ইমাম সাহেব ছিলেন। আমি তাঁর সন্তানদের কুশলাদি জানতে চাইলাম। তিনি বললেন, আলহামদু লিল্লাহ। সবাই ভালো।

আমি বললাম, সুস্থতা আল্লাহ তায়ালার বড়ো নেয়ামত। হাসপাতালে গেলে সেটি উপলব্ধি করা যায়।

ইমাম সাহেব বললেন, হ্যাঁ। তিনি আরো বললেন, আজকাল সন্তান জন্মদান হাসপাতাল ছাড়া যেন সম্ভবই নয়।

আমি বললাম, এর অন্যতম কারণ মহিলাদের শারীরিক পরিশ্রম না করা। আমার চারটা ছেলেমেয়ের জন্ম হয়েছে বাসায়। বর্তমানে মহিলারা রান্না-বান্না করতেও রাজি নয়। শারীরিক পরিশ্রমের সাথে সুস্থতার নিবিড় সম্পর্ক রয়েছে।

জবাবে ইমাম সাহেব বললেন, মহিলারা তো হাঁটাচলা করেই না আমরা পুরুষরাও হাঁটতে চাই না।

প্রতিত্তোরে আমি বললাম, পাঁচ ওয়াক্ত নামাজ উদ্দেশ্যে মসজিদে আসা-যাওয়ার মাধ্যমে পুরুষদের কিছুটা পূরণ হয় কিন্তু মহিলারা সেই সুযোগটাও পায় না।

সাথে পর্দাহীনতা সম্পর্কে বললাম, আমাদের বর্তমান যা অবস্থা তাতে মনে হয় এই একটি কারণেই (পর্দাহীনতা) আমরা আটকে যাবো। শুধু বেপর্দা নারী-পুরুষই নয়, সাথে তারা তাদের অভিভাবকদের নিয়েই জাহান্নামে যাবে। এই প্রসঙ্গে তেমন আলোচনাও লক্ষণীয় নয়।

ইমাম সাহেব পুরোপুরি একমত পোষণ করলেন এবং আমরা উভয়ই মসজিদে প্রবেশ করলাম।

প্রফেসর তোহুর আহমদ হিলালী

কলামিস্ট এবং সাবেক ভাইস প্রিন্সিপাল, কুষ্টিয়া সরকারী কলেজ

এই বিভাগের আরো সংবাদ

Back to top button