১৬ কোটি মার্কিন ডলার সহায়তা শ্রীলঙ্কাকে দিয়েছে বিশ্বব্যাংক

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকেও শিগগিরই অর্থ পাবে।

চলমান তীব্র অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক থেকে কিছু অর্থ পেয়েছে শ্রীলঙ্কা। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আইনসভার অধিবেশনে গত বুধবার জানান, সংকট মোকাবেলায় শ্রীলঙ্কা বিশ্বব্যাংক থেকে ১৬ কোটি মার্কিন ডলার অর্থ পেয়েছে।

আইন সভায় বক্তব্য দেওয়ার সময় বিক্রমাসিংহে জানান, শ্রীলঙ্কা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকেও শিগগিরই অর্থ পাবে। তিনি আরো জানান, আর্থিক সংস্থান নিশ্চিত করতে এবং বিদ্যমান জ্বালানি ও সার সংকট সমাধানের জন্য তিনি বিদেশি কূটনীতিক ও শ্রীলঙ্কায় নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে আইন সভার প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশের সমস্যা সমাধানে বিশেষ করে স্বাস্থ্য খাতে সংকট সমাধানে একত্রে কাজ করতে সম্মত হয়েছেন। এর আগে এসজেবি দলের একটি অংশ বিক্রমাসিংহে সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল।

সূত্র
সিলোন টুডে, কলম্বো গেজেট

ঈসা আহমাদ ইসহাক

সহযোগী সম্পাদক : নিউজ বিভাগ এবং প্রধান অনুবাদক: আরবী বিভাগ

এই বিভাগের আরো সংবাদ

Back to top button