বোলারদের যে ‘টোটকা’ দিয়েছিলেন মাহমুদউল্লাহ

মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মূল লড়াইট হয়েছে বোলার বনাম বোলারদের। স্লো উইকেটে দুই দলের বোলাররাই রাজত্ব করেছেন। অজিরা ঠিকঠাক লাইন-লেন্থও খুঁজে পায়নি। দিনশেষে জয় হয়েছে টাইগারদের। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানের পাশাপাশি তরুণরাও দারুণ বল করেছেন। গতকাল ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, তিনি বোলারদের কানে শুরু থেকেই মন্ত্র দিয়ে দিয়েছিলেন।

মাহমুদউল্লাহ বলেছেন, ‘সিরিজ শুরুর আগে আমি বোলারদের সঙ্গে কথা বলেছিলাম। বলেছিলাম এই সিরিজে আমাদের বোলারের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। আমাদের স্নায়ুর খেলায় ভালো করতে হবে। চালাক হতে হবে। দলকে জেতানোর দায়িত্বটা বোলারদের নিতে হতো। যেভাবে প্রতিটা ম্যাচে বোলাররা লড়েছে, তা দেখতে খুবই ভালো লেগেছে। আমরা সব সময় মনে করি, নিজেদের কন্ডিশনে আমরা ভালো দল। আমরা কাউকেই ছাড় দিব না। ঘরের মাঠে আমরা প্রতিটা সিরিজ জিততে চাই।’

দলের বোলারদের উন্নতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাহমুদউল্লাহ আরও বলেন, ‘উন্নতিটা হয়েছে ভালোভাবে। জিম্বাবুয়ে ও বাংলাদেশ ফাস্ট বোলাররা যেমন ভালো করেছে, তেমনি ভালো করেছে স্পিনাররা। ওরা খুবই কঠোর পরিশ্রম করেছে। ওরা স্নায়ুর খেলায়ও জিতেছে। কারণ, টি-টোয়েন্টিতে অনেক চাপ থাকে। যেখানে চাপের মুখে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখতে হয়। এ ক্ষেত্রে ম্যানেজমেন্টের ভালো সমর্থন ছিল। সবটাই দলীয় পারফরম্যান্সের কারণে হয়েছে।’

সূত্র
কালের কণ্ঠ

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button