শার্ম থেকে ফিরেও অস্বস্তি (পর্ব-১)

এশিয়া-আফ্রিকার মাঝখানে শায়িত সিনাই উপদ্বীপ, পূর্বকোল ধরে লোহিত সাগর, তীর ঘেঁষে ‘শার্ম এল-শেখ’ নামক স্বপ্নিল শহর। নভেম্বর ৬-১৮, ২০২২ সময়ে জলবায়ু পরিবর্তনের উপর কপ-২৭ সম্মেলন উপলক্ষে এই মরুশহরে এসে বসেছিল পৃথিবীর প্রায় সবগুলো দেশের পঞ্চাশ হাজার মানুষ। এপারে মিসর, ওপারে সৌদি আরব–চারদিকে মরুবালি কিন্তু মানুষ চাইলে বালুতেও আলু ফলাতে পারে, আঁধারে আনে আলো। আবার উল্টোও … পড়তে থাকুন শার্ম থেকে ফিরেও অস্বস্তি (পর্ব-১)